নলকূপে পানি খেতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে গভীর নলকূপের খুটি ভেঙে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে ভুট্টাখেত পরিচর্যা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আল-আমিন উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগে এলাকার কাদের ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ভুট্টাখেতে মায়ের সঙ্গে কাজ করতে যায় আল-আমিন। তাপদাহ থাকায় পানি খেতে পাশের গভীর নলকূপে যায়। এ সময় পা পিছলে পড়ে যাওয়ায় সিমেন্টের খুঁটি ধরে রক্ষা পেতে চায়। এ সময় খুটিটি তার মাথায় ভেঙে পড়ে সেখানেই তার মৃত্যু হয়।
সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্রর গভীর নলকূপের খুঁটিগুলো ৮ থেকে ৯ বছরের পুরোনো। যত্ন না নেওয়ায় এসব বিপজ্জনক হয়ে উঠেছে। যার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিটিসি নিউজকে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.