নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে বিভাগের অটাম-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ইউনিভার্সিটির আইন বিভাগের ২৭ জন প্রাক্তন শিক্ষার্থী বারকাউন্সিলে তালিকাভুক্ত হয়ে অ্যাডভোটকেট হিসেবে কর্মজীবন শুরু করায় এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের বরণ করেন উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান। বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা সুইটি।
এ সময় বক্তারা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকে চালু করা হয়।
এই বিভাগ থেকে পাশ করে বের হয়ে ইতিমধ্যে অ্যাডভোকেট হিসেবে দেশের বিভিন্ন আদালতে শিক্ষার্থীরা সুনামের সাথে কর্মজীবনে স্বাক্ষরতার অবদান রাখছেন। আইন বিভাগ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি সমৃদ্ধ বিভাগ।
এই বিভাগের দক্ষ শিক্ষকমন্ডলী নিরলসভাবে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছেন।
দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় পর্বে আইন বিভাগের শিক্ষার্থী এবং রাজশাহীর জনপ্রিয় ব্যান্ডদল সায়ানাইড ও অরণী সাংস্কৃতিক সংঘের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয় বলে জানান জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব আলী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.