BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরেন্দ্র মোদির হুঁশিয়ারি

নরেন্দ্র মোদির হুঁশিয়ারি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির বিস্ফোরণের ঘটনায় দায়ীদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দু’দিনের পূর্ব নির্ধারিত সফরে মঙ্গলবার (১১ নভেম্বর) ভুটানে পৌঁছেছেন।

সেখানেই থিম্পুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই হুঁশিয়ার বার্তা দিয়েছেন।

ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কের কথা উল্লেখ করে মোদি বলেন, ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক অত্যন্ত গভীর। ভুটানের সঙ্গে আত্মীয়তার এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সামিল হওয়া ভারতের এবং আমার কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ছিল। কিন্তু এখানে আমি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি।

এরপরই তিনি দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের প্রসঙ্গ টানেন।

তিনি বলেন, কাল সন্ধ্যায় দিল্লির ঘটনা সবার হৃদয়কে ব্যথিত করেছে। ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আমি বুঝি। আজ পুরো দেশ তাদের সঙ্গে রয়েছে।

মোদি বলেছেন, গতকাল গোটা রাত আমি এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সব এজেন্সি, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলাম। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাব আমরা। ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না। এর জন্য সমস্ত দায়ী ব্যক্তিদের বিচার হবে।

গতকালের বিস্ফোরণে এখন পর্যন্ত ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন অনেকে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ