নরেন্দ্র মোদি’র উপহার সামগ্রী নিলামে বিক্রি

 

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উপহার নিলামে বিক্রি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ পর্যন্ত তাঁর পাওয়া বিভিন্ন উপহার নিলামে বিক্রি করে স্বপ্নের ‘নামামি গঙ্গে’ প্রকল্পে খরচ করার জন্য টাকা সংগ্রহ করা হচ্ছে।

২৭ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর দফতরের উদ্যোগে এই নিলাম শুরু হয়েছে। নিলাম শেষ হবে আজ সোমবার। নয়া দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে।

 

নিলামে অংশ নেয়ার জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটিতে মোদির নানা উপহারের বিবরণ রয়েছে। ২০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ম দামের উপহার সামগ্রির ক্যাটালগ দেখে অনলাইনেও নিলামে অংশ নেয়া যাবে|

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.