নরসিংদীর সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১, আহত-২৫

নরসিংদী প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস-মিনিবাস ও পিকাপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাস-মিনিবাসের অন্তত ২৫ জন যাত্রী।
আজ শুক্রবার (২১ এপ্রিল) সকালে মহাসড়কের কারারচরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস কারারচর মিল গেইট এলাকায় পৌঁছালে নরসিংদী থেকে ইটাখোলাগামী হাইওয়ে মিনিবাস ও একটি পিকাপভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই কিশোরগঞ্জ জেলার দুলাল মিয়ার ছেলে মনির হোসেন নামে এক যাত্রীর মৃত্যু হয়।
এতে উভয় যানবাহনের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এতের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নরসিংদীর ট্রাফিক পরিদর্শক শাখাওয়াত হোসেন বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে সড়কের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুঁটে যাই। এ ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরগঞ্জ থেকে আসা দ্রুতগামী বাসটি ছোট এই মিনিবাসটির সঙ্গে সংঘর্ষে জড়ায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.