নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ আটক-২

 

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের আটক করা হয়।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল-ই খুদা।
আটক ব্যক্তিরা হলো- গাজীপুরের টঙ্গী থানার এরশাদ নগর এলাকার মো. হোসেন মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৫) ও কাপসিয়া থানার মীরার টেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল-ই খুদা জানান, ‘জেলায় চলমান অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারীসহ দুজনকে আটক ও তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়’।
‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছে বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে’- জানান এ এস এম ফজল-ই খুদা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.