BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, এক বছর ধরে ঘরবন্দী দুই বোন

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, এক বছর ধরে ঘরবন্দী দুই বোন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বছর ধরে ঘরবন্দী জীবন যাপন করছেন দুই বোন। তারা হলেন, তাছলিমা বেগম (৫২) ও তার ছোট বোন প্রতিবন্ধী কামরুন্নাহার বেগম (৩৫)।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, দুই বোনের আপন ভাই কামরুজ্জামান কামাল তাদের বাড়ির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে তারা কার্যত বন্দী জীবন কাটাচ্ছেন। প্রতিবন্ধী কামরুন্নাহার এক বছর ধরে ঘরের বাইরে বের হতে পারেননি, আর তার বড় বোন তাছলিমা কোনো রকমে মই ব্যবহার করে ঘরে ঢোকা-বার্তা করছেন।

এ বিষয়ে তাছলিমা বেগম বিটিসি নিউজকে বলেন, ‘মা-বাবা মারা যাওয়ার পর থেকেই ভাই আমাদের সম্পত্তির দিকে নজর দেয়। প্রায় এক বছর আগে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এরপর থেকেই ঘরে বন্দী জীবন কাটাচ্ছি। মই বেয়ে বাইরে যাই, কিন্তু ছোট বোন একেবারেই ঘর থেকে বের হতে পারছে না। মানুষের কাছে সাহায্য চেয়েও কোনও সমাধান পাইনি।’

প্রতিবন্ধী কামরুন্নাহার বিটিসি নিউজকে বলেন, ‘জন্মের এক বছর পর পোলিওতে আক্রান্ত হয়ে অঙ্গ-প্রতিবন্ধী হয়েছি। তবুও জীবনযুদ্ধ থামাইনি। কিন্তু ভাই এখন সেই জীবনের পথটাই বন্ধ করে দিয়েছে। এমনভাবে বাঁচার চেয়ে মরাই ভালো মনে হয়।’

এ বিষয়ে ভাই কামরুজ্জামান কামালের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এমনকি কেন সাংবাদিকরা তার অনুমতি ছাড়া তার বোনদের বাড়িতে গেছেন, তার জবাব দাবি করেন। স্থানীয় কয়েকজন নারী-পুরুষ প্রতিবাদ জানালে তাদের প্রতিও ক্ষিপ্ত আচরণ করেন কামাল।

স্থানীয় ইউপি সদস্য গাজী মাজহারুল ইসলাম পলাশ বিটিসি নিউজকে বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। চেয়ারম্যানসহ আমরা কয়েকবার মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি।

তিনি বলেন, তাদের বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই। ১০ ফুট উঁচুতে মই ব্যবহার করে তারা যাতায়াত করে। কামাল কাউকে মানে না। প্রশাসনের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পানির ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতায় জোর দিতে হবে : পরিবেশ উপদেষ্টা খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া দেশের রাজনৈতিক সংকটে খালেদা জিয়ার প্রয়োজন সবচেয়ে বেশি : ফারুক জুলাই অভ্যুত্থানে শহীদ শুভর কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর গণ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও র‍্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার বেনাপোলে বিজিবি’র অভিযানে ৪১ কেজি গাঁজা উদ্ধার পাথরবোঝাই ট্রাকসহ রত্না বেইলি ব্রিজ ভেঙে হবিগঞ্জে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের গণপিটুনির শিকার ৪ যুবক ভারী অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪, বাংলাদেশ এর ২য় এডভাইজরি কমিটির মিটিং অনুষ্ঠিত