নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ শুরু

ঢাকা প্রতিনিধি: বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে সমাবেশ চলছে।
আজ সোমবার (০১ মে) দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে কুরআন তেলোয়াতের মাধ্যমে শ্রমিক সমাবেশ শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর আশপাশের গাজীপুর, নরসিংদীসহ কয়েকটি জেলার বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে গাড়ি নিয়ে আসেন। পরে তারা মিছিল নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে সমাবেশ যোগ দেন।
সমাবেশে থেকে তারা খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানান।
এদিকে বিএনপির সমাবেশে কারণে ফকিরাপুল মোড় ও নাইটিঙ্গেল মোড় অবস্থান নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। আর সড়কে অবস্থান নেওয়ার কারণে এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, নয়াপল্টনে সমাবেশে থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। যা বাংলামোটর গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান বক্তব্য রাখবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.