নয়াপল্টনে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ চলছে

ঢাকা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
বেলা ১২টা থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন সরগরম হয়ে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বৃষ্টিতে পল্টন ও আশপাশের সড়কগুলোর বিভিন্ন স্থানে পানি জমেছে। এখনও বৃষ্টি থেমে নেই। বৃষ্টিতে ভিজেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন পল্টনে। বৃষ্টির পানিতে দাঁড়িয়ে স্লোগানে মুখর করে রেখেছেন সমাবেশস্থল।
সমাবেশ উপলক্ষে কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.