নবীগঞ্জ শাখাবরাক নদীতে বাড়ছে অবৈধ বাঁধ নির্মাণ হাজারো মানুষের ফসলের ক্ষতি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ৮ নং সদর ইউপির শাখাবরাক নদীর উপর অবৈধ বাঁধ নির্মাণ উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দায়ের করেন বদরদী গ্রামের সিরাজুল ইসলাম।

গত ১১ অক্টোবর উল্লেখিত মুরাদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা বরাক নদীর একটি শাখা গুঙিয়াজুরি হাওরে মিলিত হয়। নদীর এক পাশে ফসলি জমি, নদীতে একদল অসাধু ব্যাক্তিদের অবৈধ বাঁধ নির্মানের কারনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে অধিকাংশ কৃষকের ফসলি জমি নষ্ট হচ্ছে। চলন্ত পানিতে বাঁধ থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ।

ভোক্তভুগী সিরাজুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চলন্ত পানিতে বাধ নির্মান এমনিতেই অবৈধ আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে ক্ষমতার প্রভাব কাটিয়ে বাধ নির্মান করে। সুমেন মিয়া ৩০, সুহেল মিয়া ৩৫, দুলাল মিয়া ৪০ জুনেদ মিয়া ৩০ ফলে একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, অন্য দিকে নদীর মাছ চলাচলের ব্যাঘাত ঘটছে, আশে পাশের ৫/৬ টি গ্রামের কৃষক দূর্ভোগে আছে।

এর আগে ও একটি লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর মুরাদ পুর গ্রামের আলি আহমদ।

অভিযোগের বৃত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অবৈধ বাঁধটি উচ্ছেদ করা হলে আবার ও আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে বাঁধ নির্মান করা হয়। প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করেন। মুরাদ পুর, বদরদি, আলীপুর গ্রামবাসী।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.