নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য কর্মকর্তা। আজ সোমবার (৮ জুন) শহরের বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয় বলে জানাগেছে। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ। পরে জব্দকৃত মাছ গুলো নবীগঞ্জ উপজেলা মাঠপ্রাঙ্গণে মাটিতে পুতে রাখা হয়।
বেশকিছু দিন ধরে সরকার ঘোষিত নিষিদ্ধ পিরানহা মাছ রূপচাঁদা বলে বিক্রি করতে থাকে অসাধু কিছু ব্যবসায়ী। বিষয়টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে নজরে আসে সংশ্লিষ্টদের।
জানা যায়, বাংলাদেশের পরিবেশের সঙ্গে পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ সংগতিপূর্ণ নয়। এ মাছ গুলো রাক্ষুসে স্বভাবের, অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে।
দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্রর জন্যও এগুলো হুমকি স্বরূপ, একারণে সরকার ও মৎস্য অধিদপ্তর আফ্রিকান মাগুর,  পিরানহা মাছের পোনা, উৎপাদন, চাষ, বংশ বৃদ্ধিকরণ বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের জুন মাসে আফ্রিকান মাগুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.