নবীগঞ্জে ৫ লক্ষ ২৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল ও বেড় জাল জব্দ

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ লাইটেস স্ট্যান্ড নামক স্থানের পাশে জাল বাজারে ভ্রাম্যমান আদালতে ৩০পিছ ২১শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২ টায় দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ আসাদ উল্লাহ,সহায়তা করেন নবীগঞ্জ থানা কর্মরত একদল পুলিশ।
বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের কায়েস্ত গ্রামের বিজনা নদীতে  ২০টি মশারী বেড় জাল জব্দ করা হয়। আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা এবং ১টি মামলা করা হয়।
কারেন্ট জালের মূল্য ২৫ হাজার টাকা, সর্বমোট জব্দকৃত জালের মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।
পরবর্তীতে নবীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায়  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.