নবীগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং ভ্রাম্যমান আদালতে বখাটের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামে ৩য় শ্রেণীতে পড়ুয়া এক শিশু কিশোরী মেয়েকে ইভটিজিংয়ের অপরাধে মোঃ মিয়াদ মিয়া (২৫), নামে বখাটের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (১১ অক্টোবর) বেলা সোয়া বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বখাটেকে আটক করে প্রশাসনের লোকজন। এসময় সকল অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের সাজা দেওয়া হয়।
দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম প্রদান করা হয়। আটককৃত বখাটে দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের গউস মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, ওই বখাটে প্রায়ই জনৈক স্কুল ছাত্রী ৩য় শ্রেণীতে পড়ুয়া ৮ বছর বয়সী শিশু কিশোরী মেয়েকে বিভিন্ন সময় ইভটিজিং করে আসছে। বখাটের সাজায় খুশি এলাকার মানুষ।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বিটিসি নিউজকে বলেন, সুন্দর সুস্থ্য সমাজ গড়তে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। ইভটিজিং রোধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.