নবীগঞ্জে মেয়াদবিহীন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ শহরের কয়কটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ও হবিগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই ফখরুল ইসলাম সহ এক দল ফোর্স।
সদর এলাকার মধ্যবাজার ও হবিগঞ্জ রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর উপর আজ মঙ্গলবার (০ ১ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,মেয়াদবিহীন পন্য বিক্রয় করার জন্য ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন,৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.