নবীগঞ্জে ফসলি জমির মাটি কর্তন ॥ জরিমানা ৫০ হাজার

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে ফসলি জমির মাটি কর্তন করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার।
দন্ডপ্রাপ্ত নুরে আলম উপজেলার ৮নং সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের সেলিম মিয়ার পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির কর্তন করা হচ্ছিল।
এতে গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার ৮নং সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের সেলিম মিয়ার পুত্র নুরে আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বিটিসি নিউজকে বলেন, অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মো: আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.