নবীগঞ্জে নকল বিড়ি বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধ: নবীগঞ্জে নকল বিড়ি বিক্রি করার অপরাধে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও’র নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইড় বাজারে অভিযান পরিচালনা করে এসব অবৈধ বিড়ি জব্দ করা হয়। যা বিধি মোতাবেক নিষ্পত্তি করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারার অপরাধে অভিযুক্তদের জরিমানা করা হয়েছে। এমসয় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। আইনশৃঙ্খলা প্রসিকিউশনে সহায়তা করেন নবীগঞ্জ থানার এসআই বিজয়সহ সঙ্গীয় ফোর্স।
সরকারকে ফাঁকি দিয়ে এসব নকল বিড়ি উৎপাদন ও বিক্রি করা হত।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন বিটিসি নিউজকে বলেন, উপজেলার বিভিন্ন বাজারে এসব অবৈধ নকল বিড়ি বন্ধে আরো কঠোর হবে উপজেলা প্রশাসন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.