নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) শহরের ডাক বাংলোর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বেকারি পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ ও নিট ওজন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে শেখ আলীশা ফুড এর স্বত্বাধিকারী আলমগীর মিয়া কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মাওলানা স্পেশাল বেকারির মালিক মো. আলেক মিয়া কেও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.