নবীগঞ্জে চালের কেজি ৪৮ টাকা বলায় হামলা ভাংচুর, ক্ষয়ক্ষতি ৩০ হাজার টাকার

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে চালের কেজি ৪৮ টাকা বলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে বাজার ব্যবসায়ীর প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ শহরের শান্তিপাড়া রোড আয়ান ডিপাটমেন্টাল ষ্টোরে এ হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুস শহিদের পুত্র লিমন মিয়া পৌর এলাকার পূর্বতিমিরপুর গ্রামের বাসিন্দা নিবাস সুত্রধরের ব্যবসা প্রতিষ্ঠানে চাল কিনতে যান।
এসময় ব্যবসায়ী নিবাস সুত্রধর চালের কেজি ৪৮ টাকা বলায় দাম বেশি হয়েছে দাবি করে লিমন অকথ্য ভাষায় গালিগালাজ করে। ব্যবসায়ীকে লিমন বলতে থাকে আমার ক্ষমতা সম্পর্কে তর কোনো ধারণা নেই। তুই চালের দাম অতিরিক্ত আদায় করিস। কাল তকে মজা দেখাবো। লিমনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন এই ব্যবসায়ী।
এ ঘটনায় নবীগঞ্জ বাজার ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এদিকে বাজারে দোকান ঘরে প্রবেশ করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ যুবলীগের যুগ্ম আহবায়ক রাহেল চৌধুরী।
পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ, কাউন্সিলর আলাউর রহমান, জায়েদ চৌধুরী, যুবলীগ নেতা ফজল চৌধুরী।
খবর পেয়ে সরেজমিনে এসে তথ্য উপাত্ত সংগ্রহ করেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরন দাশ। এব্যাপারে লিখিতভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন থেকে জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.