নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চলে।
উপজেলার দীঘলবাগ ও ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্ত রুহুল আমিন। অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও প্রায় ১৫,০০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
এ সময় স্থানীয়দের সতর্ক করা হয় যেন কেউ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত না হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের শনাক্ত করতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.