নবীগঞ্জে ওয়াসীম বেডিং ট্রেডার্স অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি 


হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার  নবীগঞ্জ উপজেলার বাংলাবাজারে ওয়াসিম বেডিং ট্রেডার্স অগ্নিকাণ্ডে পায় ১৫ লক্ষ টাকা সাধিত হয়। আজ বুধবার সকাল আনুমানিক সকাল ১১.৩০টা মিনিটের সময় অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়াসিম বেডিং ট্রেডার্স এর তুলা প্রক্রিয়াজাত করণ গুদামের অগ্নিকাণ্ডে পুরো গুদাম পুড়ে যায়। বাজারের সাধারণ লোকজন আগুন নিভানোর জন্য চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি। উপজেলার ফায়ার সার্ভিস একদল দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওয়াসিম বেডিং ট্রেডার্স এর সত্ত্বাধিকারী জেমস ওয়াট বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তুলার প্রক্রিয়াজাত করার জন্য তুলার মেশিন দিয়ে কাজ করতে ছিলাম হঠাৎ মেশিনের সাইলেন্সার থেকে আগুনের উৎপত্তি ও গুদামের তুলায় আগুন লেগে যায়।

আমি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার দোকানে প্রায় চার থেকে পাঁচ ধরনের তোলা ছিল যা দুই থেকে তিন লক্ষ টাকা ক্ষতি সাধিত হয় দেড় লক্ষ টাকার তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিন পুড়ে যায়।

দোকান ঘরটি সম্পূর্ণ পুরে যায়। কান্নায় শীতল হয়ে পড়েছে পুরো পরিবার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.