নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে ঐক্যবদ্ধ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে স্মরণকালের সর্ববৃহৎ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোশাহিদ আলম মুরাদ বলেন, আমি ধানের শীষের মনোনয়নে শতভাগ দাবিদার। কারণ ৩৪ বছরের রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রেক্ষাপটে দলের জন্য কাজ করেছি।
গত ১৭ বছর ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য রাজনৈতিক মিথ্যা মামলার আসামী হয়েছি।
একাধিকবার জেল কেটেছি। আমার কাজের ধারা কখনো দলের কোনো ক্ষতি হয়নি। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করে যাবো৷ পরিশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা যার হাতেই ধানের শীষের দিবেন। আমরা তার জন্য ও কাজ করতে প্রস্তুত।
গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রায়েছ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ।
নবীগঞ্জ যুবদলের ইতিহাসে সর্ববৃহৎ বর্ণাঢ্য র্যালিটি পুরো নবীগঞ্জ শহর প্রদক্ষিণ করে ট্রাপিক পয়েন্ট মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
র্যালিতে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। ধানের শীষের চড়া হাতে মিছিলে মিছিলে মুখরিত হয় নবীগঞ্জের রাজপথ। ধানের শীষ সম্বলিত রং বেরংয়ের প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মিছিল শেষ বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রায়েছ আহমেদ চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মো: আলাল মিয়া। #

















