নবীগঞ্জে এক্সিম জিম সেন্টার থেকে ভুয়া ডিবি গ্রেফতার, ২টি পিস্তল-৩টি আইডি কার্ড উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ শহরের খালেক মঞ্জিল এক্সিম জিম সেন্টার থেকে আমির হামযা নামে এক ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১৭ জলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ২টি খেলনার পিস্তল, ৩টি পুলিশী আইডি কার্ড, একজোড় জুতা, ১টি বেল্ট,১টি ক্যাপ পাওয়াগেছে। আটককৃত ব্যাক্তি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতুইলা গ্রামের বাসিন্দ বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয়রা বলছেন, আমির হামযা নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন ও নবীগঞ্জ খালেক মঞ্জিলে অবস্থিত এক্সিম জিম সেন্টারে শরীর চর্চা (জিম) করতেন।
তবে তিনি সব সময় নিজেকে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন। আমির হামযা ইন্টারমিডিয়েট ২য় বর্ষে পড়ালেখা করেন বলে জানাগেছে।
ডিএসবিতে কর্মরত লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রাথমিকভাবে ভুয়া ডিবি পরিচয় সনাক্ত হয়। পরবর্তীতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ফোর্স গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার কাছ থেকে খেলনার পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি পরিচয়কারী ব্যাক্তিকে আটকের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.