নবাবগঞ্জ সরকারী কলেজে বৃক্ষ রোপন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠান, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে নবাবগঞ্জ সরকারী কলেজের উদ্যোগে।

আজ সোমবার কলেজ অডিটোরিয়ামে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।

সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. গোলাম রাব্বানী। বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই মহান নেতার আদর্শ লালণ করে জীবন গড়ার আহবান জানান।

শেষে কলেজের শহীদ মিনার চত্বরে ফলজ গাছের চারা রোপন করেন অতিথিগণসহ অন্যরা। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.