নবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

দিনাজপুর ( নবাবগঞ্জ ) প্রতিনিধি: সারাদেশে ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ খাইরুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মমিনুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন-এ শিশুদের পুষ্টি সম্পর্কে অবহিত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর ( নবাবগঞ্জ ) প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.