নবাবগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া প্রদর্শন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.