নবাবগঞ্জে ঝরে পড়া ছাত্র/ছাত্রীদের নিয়ে শিক্ষা সফর

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে ঝরে পড়া ছাত্র/ছাত্রীদের নিয়ে জাতীয় উদ্যান আশুরার বিলে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর) কিশোর কিশোরী লানিং সেন্টারের আয়োজনে শিক্ষা সফরে শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহন করেছে।
ওই বিদ্যালয়ের সভাপতি মোঃ উজ্জল হোসেন জানান এলাকার আদিবাসী সম্প্রদায়ের ঝরে পড়া শিশুদের নিয়ে তারা প্রতিষ্ঠানটি স্থাপন করেন। দিন দিন শিক্ষার পরিবেশ ফিরে আসে। সমাজের হত দরিদ্র শ্রেনীর মানুষেরা তাদের সন্তানদের শিক্ষার আলো পেতে ওই প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করে দেয়।
সাধারণ সম্পাদক ফিলিমন হাসদা ,শিক্ষক ফিলিমন হেমরম , আগস্তিনা সরেন , আদরী হাসদা  উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী গান ও নৃত্য পরিবেশিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.