নবাবগঞ্জে কৃষি সেক্টরে উন্নয়নে ৩ কোটি টাকার ঋন বিতরণ করেছে আলফালাহ্ আম উন্নয়ন সংস্থা

দিনাজপুর প্রতিনিধিকৃষি সেক্টর উন্নয়নে দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি সংস্থা আল ফালাহ আম উন্নয়ন সংস্থা কৃষি খাতে ধান, গম , ভুট্টা, পাট চাষ সহ সবজি উৎপাদনে ও ক্ষুদ্র ব্যাবসা , জাগরন, অগ্রসর, সুফলন ও বুনিয়াদ কর্মসূচী, কাবিখার মাধ্যমে সোলার প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

ওই সংস্থার নবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক আজাদুল ইসলাম বিটিসি নিউজকে জানান নবাবগঞ্জ উপজেলায় সমিতির সংখ্যা ১২২টি, আর উপকার ভোগীর সংখ্যা ২৩২৫জন , গোটা বছর খাদ ওয়ারী ৩ কোটি টাকা ঋন বিতরণ করা হয়েছে।

সংস্থার সমিতির সদস্য মোছাঃ তাহেরা বেগম  ,সখিনা বেগম  তারা জানায়, ক্ষুদ্র ঋনের মাধ্যমে পরিবারের উন্নয়নে  কৃষি ভিত্তিক প্রকল্প তাদের সহায়ক হয়েছে।

এদিকে ওই শাখার সহকারি হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বিটিসি নিউজকে জানান উপকার ভোগীরা ঋন গ্রহনের মাধ্যমে যথা নিয়মে পরিশোধ করার পর  সঞ্চয়ও হচ্ছে।

মাঠ কর্মকর্তা ফরহাদ হোসেন, ছায়েদুল ইসলাম, তাজমুল হক তারা বিটিসি নিউজকে জানান কিস্তির মাধ্যমে ঋন পরিশোধ করে থাকে সদস্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর ( নবাবগঞ্জ ) প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.