নবাবগঞ্জের করতোয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুর ( নবাবগঞ্জ ) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ বালুয়া পাড়া নামক স্থানে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, সকালে ওই নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহটি পানিতে ভাঁসমান অবস্থায় দেখতে পায়।  পরে এলাকাবাসী থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) সুব্রত কুমার সরকার বিটিসি নিউজকে জানান, এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যাযনি। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর ( নবাবগঞ্জ ) প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.