নিজস্ব প্রতিবদেক: নবাগত রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিটিসি নিউজ’।
আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।
এর আগে বিটিসি নিউজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিটিসি নিউজের চেয়ারম্যান ও এমডি আনোয়ার আক্তার কাজল, বিটিসি নিউজ এর সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, বিটিসি নিউজ এর ডেপুটি সম্পাদক প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল), বার্তা সম্পাদক-৩ আমানুল্লাহ আমান, খায়রুল ইসলাম, অফিস সহকারী শাহিনা আক্তার রোজী, অফিস স্টাফ রুমি বেগম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার পরিচালক (স্থানীয় সরকার), (উন্নয়ন ও আইসিটি) ও সরকারের যুগ্মসচিব মো. রেজাউল আলম সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রক্ষা হবে বলেও আশা প্রকাশ করা হয়। #

















