নবাগত ওসির সাথে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য স্বাক্ষাৎ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলার শিবগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমানের সাথে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সদস্যদের সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নিজ কক্ষে মতবিনিময় হয়। গত ২৯ জুন শিবগঞ্জ থানায় যোগদান করেন শিবগঞ্জ অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান। এর আগে তিনি নাটোর সদর থানায় অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন।

নড়াইল জেলার লোহগড়া উপজেলার ইতিনা গ্রামের বাসিন্দা তিনি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নুরতাজ আলম, সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, কোষাধ্যক্ষ এম রফিকুল ইসলাম, দপ্তর, প্রচার ও সাহিত্য সম্পাদক রিপন আলি রকি, সদস্য মোহা ফরহাদ আলী, শাহ্ আলম, জাইদুল হক, সারোয়ার জাহান সোহেল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মো. মাহতাব হোসেন, অপারেশন ইন্সপেক্টর মো. কবির হোসেন, এস.আই আব্দুস সালাম। মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। মাদকের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করতে প্রস্তুত শিবগঞ্জ থানা পুলিশ। তিনি আরও বলেন, প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শিবগঞ্জকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করে গেছেন। তাই বর্তমানেও যদি কোথায় বাল্য বিবাহ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি থানায় দালালদের উপদ্রবের বিষয়ে বলেন, বিগত দিনে কি হয়েছে, সেটা জানার বিষয় নয়। আমি দায়িত্বে থাকাকালীন সময়ে থানায় দালালদের কোন ঠাঁই হবে না।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.