নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার-৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ২ জন ও মাদকসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী গত বৃহস্পতিবার বেলা ১২টায় তার নানার বাড়িতে যাওয়ার পথে একই উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের মনসের মাস্টারের ছেলে আরমান হোসেন (২২) ও কুন্দারহাটের হাফিজার রহমানের ছেলে টুকু মিয়া (৪৫) জোরপূর্বক ওই ছাত্রীকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।
পরে জাহাঙ্গীর আলম বাদি হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম শাজাহানপুর থানার কালুজাম গ্রাম হতে অপহৃত ভিকটিম উদ্ধারসহ আরমান হোসেন (২২) ও টুকু মিয়াকে (৪৫) আটক করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করে বিটিসি নিউজকে বলেন, গ্রেপ্তারকৃত ওই তিন আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.