নদী অধিগ্রহণ বন্ধে পথসভা-লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহরে পদ্মা নদীর অভ্যন্তরে জেগে ওঠা চরের জমি অধিগ্রহণ করে কারা প্রশিক্ষণ একাডেমী নির্মাণের উদ্যোগ বন্ধসহ ৬ দফা দাবিতে ৯ম দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছে পরিবশেবাদী স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী বাসী, স্বাধীনতা চর্চা কেন্দ্র ও তারুণ্যের শক্তি।

গতকাল  বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপ-শহর নিউমার্কেট এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

রাজশাহী বাসীর আহ্বায়ক মাহবুব টুংকুর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা কর্মসূচিতে বক্তব্য রাখেন- স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, তারুণ্যের শক্তির আহ্বায়ক এমএ মালেক তুহিন, পরিচ্ছন্ন রাজশাহীর আহ্বায়ক রফিকুল হক সেন্টু, রাজশাহী বাসীর সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, নিউ ডিগ্রী কলেজের সাবেক ভিপি রায়হান হালিম, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান বাবু, মানবাধিকার কর্মী সৈয়দ আহমদ বাবলা, ক্রীড়া সংগঠক ফয়সাল হাসান জন প্রমুখ।

এ সময় সংহতি বক্তব্য রাখেন- অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা।
কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপকণ্ঠে কাটাখালি জুটমিল এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি  লিয়াকত হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.