নদীয়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা তৃণমূলের প্রতিবাদী মিছিল (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও উত্তরোত্তর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার নদীয়ার কৃষ্ণনগরে নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করলেন তৃণমূলের নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক কল্লোল খাঁ সহ কৃষ্ণনগর পৌরসভার বর্তমান চেয়ারম্যান রিতা দাস, প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
এছাড়াও এদিনের প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন অগণিত তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিলটি কৃষ্ণনগর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরতলীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার পর ফের পৌরসভার সামনে এসে শেষ হয়।
দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি মনোনীত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মূলত এই দিনের প্রতিবাদ মিছিল বলে জানান বিধায়ক কল্লোল খাঁ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.