নদীয়ায় কোলকাতা পৌরসভা নির্বাচন নিয়ে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: যে ভোটে ইভিএম মেশিনে vv pad থাকেনা, যে ভোটে সিসি ক্যামেরা তার কেটে দেওয়া হয় সেটাকে আমি ভোট বলে মানি না। এই ভোট কিভাবে হবে তা দক্ষিণ 24 পরগনা জেলাশাসক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন।
এদিন নদীয়ার হাঁসখালিতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। নদীয়ার হাঁসখালি বিডিও অফিসের কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে একটি ডেপুটেশনের কর্মসূচির ডাক দেয় বিজেপি।
সেখানে উপস্থিত হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দেবো না। তার কারণ এটাকে ভোট বলে না। ভোটে কি হবে কে কত ভোট পাবে তা ঠিক করেছে দক্ষিণ 24 পরগনা জেলাশাসক আর ভাইপো।
তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে এই দুইজনকেই জিজ্ঞাসা করুন। এর পাশাপাশি তিনি বলেন রাজ্যে দিনদিন ঋণের বোঝা বেড়ে চলেছে।
আগে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকত এখন সেটা বেড়ে 40 লক্ষ তে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি সরকারে আসার পর কোন সরকারি চাকরি হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.