নদীয়ায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পৌরসভার অস্থায়ী কর্মিদের (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: ফের একবার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পৌরসভার অস্থায়ী কর্মিদের।ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে। এদিন সকালে রানাঘাট পৌরসভার অস্থায়ী কর্মিরা বিক্ষোভে সামিল হয়, একাধিক দুর্নীতির অভিযোগ তুলে।
বিক্ষোভের পাশাপাশি তারা ধর্মঘটেরো ডাক দেয় পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। ভোরের আলো ফুটতেই রানাঘাট পৌরসভার গেটের সামনে পৌর কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। কর্মীরা রানাঘাট পৌরসভার নানান দুর্নীতির ও দাবি দাবা নিয়ে তারা ধর্মঘটের পথে হাটে। রানাঘাট পৌরসভা অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায়।
কর্মীদের অভিযোগ প্রতি মাসের বেতন সময় মতো না মেলা কর্মী নিয়োগে দুর্নীতি যথেষ্ট পারিশ্রমিক না পাওয়ার মত এমন একাধিক গুরতর অভিযোগ আনে।
আর এরই প্রতিবাদে রানাঘাট পৌরসভা অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি ধর্মঘট ও বিক্ষোভ বলে জানা যায়। তবে পৌরসভার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.