নদীয়ায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: নদীয়ায় এক সামাজিক সংগঠন এর উদ্যোগে ব্যতিক্রমি ভাবে রাখি বন্ধন উৎসব পালিত হল। এদিন নদীয়ার শান্তিপুর শহরের সূর্য পরিবারের নামক এক সামাজিক সংগঠন এর সঙ্গে যুক্ত হয়ে, শান্তিপুর বাইগাছি মোড় থেকে মতিগঞ্জ মোড় পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের হাতে রাখি পরিয়ে দিলেন সমাজের তৃতীয় লিঙ্গের মানুষেরা। মধু, বেবি মাসি, রুকসানারা এর আগেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক এবং সচেতনতা প্রচার করতে এগিয়ে এসেছিলো। ওরা সকলেই তৃতীয় লিঙ্গের।
আজ রবিবার (২২ আগস্ট) নদীয়ার শান্তিপুর মতিগঞ্জ ডাকঘর মোর শ্যামবাজার কাশ‍্যপপাড়া এই রকমই বিভিন্ন জনবহুল এলাকায় তাদের দেখা গেলো সূর্য পরিবারের সঙ্গে মিলিত হয়ে রাখি পূর্ণিমা উপলক্ষে পথচলতি সাধারণ মানুষদের রাখি বন্ধনে আবদ্ধ করতে।
কর্তব্যরত পৌরসভার সাফাই কর্মী, প্রশাসন এবং আনাজ বিক্রেতা, বিশেষভাবে সক্ষম বেশকিছু মানুষ সহ সাধারণ মানুষের মধ্যেও রাখি বন্ধনে আবদ্ধ হতে দেখা গেল তাদের। সমাজের মূল স্তরের সাথে তাদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের এই দৃষ্টান্তে খুশি পথ চলতে সকলে।
আজ তারা সূর্য পরিবারের পাশেথাকতে পেরে খুবই নিজেদের আনন্দিত বলে জানালেন মধু, রিংকি রা। আগামী দিনেও এরূপ সামাজিক কাজ কর্মে ডাক পেলে তারা অংশগ্রহন করবে বলেও জানায়।
সব মিলিয়ে নদীয়ার সামাজিক সংগঠন এর এহেন উৎগে খুশি সকলে। এবং রবিন্দ্র নাথ ঠাকুরের রাখি বন্ধন প্রথার বাস্তবিক রূপ পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.