নদীয়ার চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম জওয়ান (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: নদীয়ার চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম সেনা জওয়ান। মর্মান্তি দূর্ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তি পুর শহরে। জানা যায় এদিন সকাল সাড়ে 11 টার ট্রেন শান্তিপুর স্টেশন থেকে ছড়ার কিছুটা পরে এক নম্বর লেভেল ক্রসিং পার হয়ে দু নম্বর গেটের আগেই হঠাৎ চলন্ত ট্রেনে দরজা থেকে পড়ে যান এক সেনাবাহিনীর জওয়ান।
মাথা এবং পায়ে গুরুতর আঘাত লাগে, পায়ের পাতার উপর দিয়ে চলন্ত ট্রেনের চাকা চলে যায়। এলাকাবাসী তৎপরতায় জওয়ানকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তী সময়ে শান্তিপুর রেলওয়ে জিআরপি এবং শান্তিপুর থানার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাংবাদিকের সহযোগিতায় তার পরিবার এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ জওয়ানকপ কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করে।
আহত ব্যক্তির আই কার্ড থেকে জানা যায় তিনি বিএসএফ রানীনগর হেডকোয়ার্টারে 148 নম্বর ব্যাটালিয়নের সৈনিক।
নাম তেলেঙ্কুণ সন্তোষ, বাড়ি মহারাষ্ট্র। অচৈতন্য অবস্থায় থাকার কারণে তিনি কি কারনে শান্তিপুরে এসেছিলেন সে বিষয়ে জানা যায়নি। খবর দেওয়া হয় জওয়ানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.