নদীয়ায় গড়াল দুটি কৃষক স্পেশাল ট্রেনের চাকা (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: গত কয়েক মাস আগেই রানাঘাটের লোকসভার সাংসদ জগন্নাথ সরকার রেল দপ্তরে একটি চিঠি করেছিলেন কৃষকদের জন্য “কৃষক স্পেশাল” ট্রেন চালু করার জন‍্য।
সাংসদের কথা অনুযায়ী তাঁর এই দাবি মেনেই রেলের পক্ষ থেকে সাড়া মেলায় বিগত বেশ কিছুদিন যাবৎ শান্তিপুর এবং গেদে স্টেশন থেকে দুটি ট্রেন ট্রায়াল’ রানে চলছিল।
অবশেষে পাকাপাকিভাবে বাস্তবায়িত হলো আজ বুধবার (০৮ সেপ্টেম্বর)।
এ দিন তা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো ভারত বাংলাদেশ সীমান্ত গেদে স্টেশন থেকে।
এরপর দুপুর তিনটে নাগাদ শান্তিপুর স্টেশন থেকে উদ্বোধন করা হলো আরেকটি কৃষক পেশাল ট্রেন।
এদিন কৃষক স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র প্রতাপ সিং তা ছারাও রেলের একাধিক আধিকারিক এবং উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, প্রমূখ।
রেল সূত্রে খবর, আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো কয়েকদিনের মধ্যেই কৃষক পেশাল ট্রেন পুরোপুরি ভাবে চালু হবে।
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, কৃষকদের পক্ষ থেকে আমাকে একটি লিখিত দাবি জানিয়েছিলেন, তাঁদের এই কাঁচামাল লোকাল ট্রেনে ভ্যানডার বগিতে নিয়ে যেতে সমস্যা হতো।
তাই কৃষকদের কথা ভেবে রেল দপ্তরে কৃষকদের সমস্যার কথা একটি চিঠি দিয়ে জানিয়েছিলাম। রেলের পক্ষ থেকে তার সাড়া মেলায়, আজ তারই শুভ সূচনা করা হলো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.