নদীয়াতেও নদী পাড়ে পাড়ে ছট পুজোয় মাতলো ভক্তরা

নদীয়া (ভারত) প্রতিনিধি: কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব। চার দিনের এই উৎসবের আজ বুধবার (১০ নভেম্বর) মূল দিন।
আজকেই দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন।
সারা দেশের সঙ্গে আজ নদীয়ার বিভিন্ন জায়গায় সাড়ম্বরে আয়োজিত হলো ছট পুজো।
এদিন ছট পুজো উপলক্ষে নদীয়ার নবদ্বীপ, ভাগীরথীর সহ রানাঘাট চূর্ণী তীরে আসেন অসংখ্য শ্রদ্ধালু ভক্তরা।
বিভিন্ন রকমের বাদ্য যন্ত্র সহকারে ছোট ছোট শোভাযাত্রা আজ লক্ষ্য করা যায় রানাঘাটে।
আজ চুর্নী তীরে সূর্য দেবতার পুজো শেষে বাড়ির দিকে গমন করেন শ্রদ্ধালুরা।
আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) আবার সূর্য ওঠার সময় পূজা অর্চনায় অংশ নেবে তাঁরা।
ছট পুজো উপলক্ষে আজ রানাঘাট সহ নদীয়ার বিভিন্ন জায়গায় উৎসবের আনন্দে মাতে সাধারণ মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.