|| নদীকে যেন মা মা লাগে ||

শাল্যদানী: (কলকাতা):
মায়ের মতো একটা নদী খোঁজ করছে শমীক
অযোদ্ধা হয়ে অযোধ্যার অধ্যায়টি ওর পড়া
ওকে অসুর বধ করতে দেবসভায় ডাকা হলো
চারজন জোকার সেল্ফহেল্ফ ফর্মুলা নিয়ে লেকচার দিচ্ছে
ইন্দ্রের রাজসভায়। 
বৈঠক বসার জন্য ব্যস্ততা 
নদীতে বাঁধ দেবে কারা তাই নিয়ে,
ওদের মা আছে, কমন মাদার
অদিতি
অদিতি নদী হতে পারে নি 
গরুড়ের অমৃত লাগানো ঠোঁটে হাত দিতেও পারেনি সেদিন
যদি কেটে যায় ধারে।
অথচ কুম্ভের মেলায় মেলায় সন্ধান জারি
সব কার্ফু লাগিয়ে দাগ কাটছে পীঠে
মাহেন্দ্রক্ষণে। 
এতক্ষণে শমীকের ঠোঁট কেঁপে উঠলো
বললো, নদীকে যেন মা মা লাগে
এ কী! ইন্দ্রের চোখে জল!
লেখক শাল্যদানী । #

Comments are closed, but trackbacks and pingbacks are open.