নদিয়া গয়েশপুর বিজেপি পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে কল্যাণী থানায় বিক্ষোভে (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: বিজেপি জেলা নেতৃত্ব রাম পদ দাস নদীয়ার গয়েশপুর ৬ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়য়ে গয়েশপুরের বিভিন্ন বিজেপি মন্ডল সভাপতি এবং শক্তি প্রমুখদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন এমন সময় হঠাৎ তান্ডব শুরু করে এক দুষ্কৃতী বাহিনী।
বিজেপির জেলা সভাপতিকে কালো পতাকা প্রদর্শন এবং পার্টি অফিস ভাঙচুর ও দলীয় নেতৃত্বদের মারধর করা ওই দুষ্কৃতী বাহিনী তৃণমূল আশ্রিত বলেই দাবি প্রহত বিজেপি নেতৃত্বর।
ঘটনার সূত্রপাত হতেই কল্যাণী থানাকে জানালেও, ওই বিজেপি কর্মীদের দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধারে বিলম্ব হয় বলে দাবি করে বিজেপি নেতৃত্ব। খবর জানাজানি হতেই শতাধিক বিজেপি কর্মী সমর্থক একত্রিত হন কল্যাণী থানার সামনে।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এবং বিজেপি কর্মীদের নিরাপত্তার গাফিলতিতে কল্যাণী থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের  বিক্ষোভ বলছি দীর্ঘক্ষন ধরে।
থানার সামনে থেকে বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এমনকি বিজেপি বিধায়ক অম্বিকা রায়কেও, পুলিশ ধাক্কা ধাক্কি করে বলে জানান বিজেপি কর্মী সমর্থকরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.