নতুন সিদ্ধান্তের কথা জানালেন রোজিনা

 

বিটিসি বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। বরেণ্য এই অভিনেত্রী এবারই প্রথম সিনেমা নির্মাণ করেছেন। যার নাম ‘ফিরে দেখা’। যেখানে অভিনয় করেছেন নিরব ও অর্চিতা স্পর্শিয়া।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় আরও জুটি হয়েছেন- ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।
চলতি বছর মার্চে ‘ফিরে দেখা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় সেটি হয়নি। অবশেষে নতুন সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী ও পরিচালক। তার ভাষ্য, ‘অনেক ভেবেচিন্তে আগামী ১৬ জুন “ফিরে দেখা” মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
এদিকে জুনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সময় ‘ফিরে দেখা’ মুক্তি দিলে তা ঝুঁকিপূর্ণ হবে কি না জানতে চাইলে রোজিনা বলেন, ‘আমি মনে করি, ঝুঁকির কিছু নেই। দেশের দর্শকরা বাংলা সিনেমা দেখতেই বেশি ভালোবাসে। তা ছাড়া কিছু সিনেপ্লেক্স ছাড়া হিন্দি সিনেমার দর্শক খুব একটা নেই বললেই চলে। শহরের বাইরের দর্শক দেশের সিনেমা-ই দেখতে চান। এজন্য আমি “ফিরে দেখা” নিয়ে আশাবাদী।’
‘ফিরে দেখা’র সুবাদে দীর্ঘদিন পর রুপালি পর্দায় হাজির হবেন কাঞ্চন-রোজিনা জুটি। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তারা। এ ছাড়া এতে প্রথমবার জুটি হয়েছেন নিরব-স্পর্শিয়া।
আরও অভিনয় করবেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে। সিনেমাটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা অবলম্বনে। খুব শিগগিরই এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হবে বলে জানান রোজিনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.