নতুন সামাজিক সংগঠন `জাতীয় সমন্বয় কমিটি’র আত্মপ্রকাশ


ঢাকা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রতিবাদকারী একঝাঁক তরুণ নেতার নেতৃত্বে বাকস্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক মর্যাদাশীল রাষ্ট্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য `জাতীয় সমন্বয় কমিটি’ নামে নতুন একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশির সভাপতিত্বে এবং মেহেদি হাসানের সঞ্চালনায় আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোজাম্মেল মিয়াজী। মূল প্রবন্ধ পাঠক করেন সুরাইয়া ইয়াসমিন, সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ। এ সময় আরো বক্তব্য রাখেন, ছাত্রনেতা ইউসুফ শাকিল, রেশমা আক্তার, শামশুল আলম, অধ্যাপক আজিজুল রহমান মিঠু প্রমুখ।
সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশী বলেন, ‘সরকার ও রাষ্ট্র ভিন্ন বিষয়। কিন্তু এখন সরকার এবং রাষ্ট্র এক ও অভিন্ন হয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত এনে যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে।’
তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা এখন বিদেশমুখী। কেউ মনে করে আমেরিকা, জাপান তাদেরকে ক্ষমতায় এনে দিবে। আরেক দল মনে করে ভারত, চীন ও রাশিয়া তাদেরকে ক্ষমতায় থাকার জন্য সহায়ক হবে। এমতাবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরো বলেন, আজকে আমাদের আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব দ্রুত আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.