BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়ার নেতাদের ফোন করলেন ট্রাম্প

নতুন সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়ার নেতাদের ফোন করলেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) ফোনালাপের সময় শান্তিচুক্তি জোরদার করার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

সম্প্রতি কয়েক দশকের মধ্যে থাইল্যান্ড-কম্বোডিয়ার সবচেয়ে মারাত্মক সংঘর্ষের পর মার্কিন-মধ্যস্থতায় মালয়েশিয়ায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে গত সপ্তাহে সীমান্তে একটি স্থলমাইন বিস্ফোরণের অভিযোগের পর চুক্তিটি স্থগিত করে থাই সরকার।

এরপর বুধবার উভয় পক্ষ নতুন সংঘর্ষের অভিযোগ তোলে। কম্বোডিয়া জানিয়েছে, গুলিবর্ষণে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতাদের সঙ্গে কথা বলছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘শুল্ক আরোপের হুমকি দিয়ে, আজই আমি একটি যুদ্ধ থামিয়ে দিলাম।’

তিনি আরও বলেন, ‘ওরা দারুণ করছে। আমার মনে হয় ওরা ঠিক হয়ে যাবে।’

ফ্রান্সের উপনিবেশিক শাসনের সময়ের মানচিত্রের ওপর ভিত্তি করে তৈরি সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শতাব্দী প্রাচীন এক বিরোধ রয়েছে। দুই দেশই কিছু সীমান্তের মালিকানা দাবি করে আসছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?