নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশ আরও বিপর্যয়ের দিকে যাবে : জোনায়েদ সাকি

 

বিশেষ প্রতিনিধি: সরকার ভোটাধিকার হরণ করে দেশের সার্বভৌমত্বকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
আজ শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের দুই যুগ এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের সাত বছর উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘লুটপাট করে দেশের ব্যাংক ব্যবস্থাকে প্রায় দেউলিয়া করেছে। টাকা পাচার করে দেশের অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে। সংবিধানের ৫০ বছর পূর্তি হচ্ছে, এই সংবিধান জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি বরং স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছে। সুতরাং এই সংবিধান সংস্কার করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশ আরও বিপর্যয়ের দিকে যাবে।’
সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদের পতনে আন্দোলন জোরদার এবং ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে জনগণের বৃহত্তর ঐক্যের দাবি তোলা হয় এই সমাবেশে।
জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমম্বয়কারী আবুল হাসান রুবেল। এ ছাড়া আবদুর রশিদ নীলু, হাসান মারুফ রুমী, তাসলিমা আখ্তার, মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভূঁইয়া, দীপক রায়, ইমরাদ জুলকারনাইন ইমন, তরিকুল সুজন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।
আবুল হাসান রুবেল বলেন, ‘এই সরকার ভোট ডাকাত সরকার, মানুষের জবান বন্ধ করার সরকার, টাকা পাচারের সরকার, মিথ্যা কথা বলার সরকার, ভয় দেখানোর সরকার, এক কথায় এই সরকার একটা জালেম সরকার। জালেম সরকারের বিরুদ্ধে সমস্ত জায়গায় মানুষ জেগে উঠেছেন। কয়দিন আগে সরকার বলতো, বাংলাদেশকে তারা কানাডা, সিঙ্গাপুর বানাবেন। কিন্তু এখন বলছেন দিনে বাতি জ্বালানোর দরকার নাই। প্রধানমন্ত্রী কুপিবাতি জ্বালানোর কথা বলছেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যা খাদ্য আছে তার কারণে এখানে দুর্ভিক্ষ হবার কোনো সম্ভাবনা নেই। দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না, দুর্ভিক্ষ হয় গণতন্ত্র না থাকলে, দুর্ভিক্ষ হয় মানুষের পকেটে টাকা না থাকলে। সৃতরাং এই জালেম সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে।’
দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘জনগণ ভালো নেই, সরকার ভালো আছে, মন্ত্রীরা ভালো আছে। মন্ত্রীরা বিদেশে টাকা পাচার করে সেখানে ভবিষ্যৎ গড়ছে। কিন্তু সরকার জনগণের কোনো দায় নিচ্ছে না।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.