নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে আজ

ঢাকা প্রতিনিধিআজ সোমবার সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভা গঠনের পর ৪৭ সদস্যের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শুরু হয়েছে। বিধি অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকের সভাপতিত্ব করছেন।

জানা গেছে, আজকের বৈঠকে মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্যই উপস্থিত আছেন। বৈঠকের আগে গতকালই মন্ত্রিপরিষদ সদস্যদের প্রতি বৈঠকের এজেন্ডা সংবলিত ব্রিফকেস পাঠানো হয়।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্র্রপতির ভাষণের খসড়া অনুমোদন হতে পারে আজকের বৈঠকে। এ ছাড়া দুই একটি আইনও অনুমোদন পেতে পারে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের পর বাংলাদেশ সচিবালয়ে এ সংক্রান্ত বিফ্রিং করার কথা রয়েছে। ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শাফিউল আলম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.