নতুন বছরে বড় পর্দায় কায়েস আরজু

বিনোদন (ঢাকা) প্রতিনিধি: চার বছর পর সিনেমা দর্শকদের সামনে আসছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘আরজু -পরীমনি” জুটির “আমার প্রেম আমার প্রিয়া” র প্রায় চার বছর পর ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে “তুমি আছো হৃদয়ে” খ্যাত এই নায়কের “রুখে দাঁড়াও”
সোশ্যাল সেন্টিমেন্টের সাথে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পের দ্বন্দ-সংঘাত নিয়ে বিন্যাস্ত হয়েছে সিনেমাটির কাহিনী।
মোহনা মুভিজের ব্যানারে নির্মিত ও দেবাশীষ সরকারের কাহিনী সংলাপ,চিত্রনাট্য ও গীত রচনায় ছবিটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ।
ছবিটিতে আরো অভিনয় করেছেন তানহা তাসনিয়া, আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত,,গাংগুয়া প্রমুখ।
সিনেমাটি নিয়ে কায়েস আরজু বলেন, মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে সিনেমাটি সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী।
বর্তমানে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ইফতেখার চৌধুরীর “মুক্তি” মেহেদী হাসানের “আগুনে পোড়া কান্না” মির্জা সাখাওয়াত হোসেনের “অপুর বসন্ত”সহ প্রায় আটটি চলচ্চিত্র। আর আগামী মাস থেকে আরো দুইটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে বলেও জানান চিত্রনায়ক কায়েস আরজু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিনোদন (ঢাকা) প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.