নতুন পৌরসভার অধিবেশন হতে চলেছে ঐতিহ্যবাহী কলকাতার টাউন হলে

কলকাতা (ভারত) প্রতিনিধি: আগামী ২৮শে জানুয়রি নব নির্বাচিত পুর-প্রতিনিধিদের নিয়ে কলকাতার টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে পুরঅধিবেশন।
বর্তমানে পুরসভার অধিবেশন কক্ষে করোনাকালে দূরত্ব বজায় রেখে নব নির্বাচিত ১৪৪ জন পুর-প্রতিনিধিকে বসানো সম্ভব নয়। তাই ঐতিহ্যবাহী টাউনহলে দূরত্ব বজায় রেখে ৫০০-৬০০লোকের যেখানে বসার ব্যবস্থা রয়েছে সেই জায়গাটিতেই এবারে অধিবেশন বসতে চলেছে।
এর আগে ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ২০১৫সালে শোভন চট্টোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। সেটাই ছিল কলকাতা পুরসভার কোনও বোর্ডের প্রথম অধিবেশন।
এবার করোনা ইস্যুতে সেখানে হতে চলেছে কলকাতা পুরসভার দ্বিতীয়বারের মতন অধিবেশন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.