নতুন পার্লামেন্টের উদ্বোধন নিয়ে বিতর্কে উত্তপ্ত ভারত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নবনির্মিত পার্লামেন্ট ভবনের উদ্বোধন নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উদ্বোধন করবেন তা নিয়ে ক্ষুব্ধ বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের হুমকিও দিয়েছে বিরোধীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রায় বিশ হাজার কোটি রুপি খরচে ‘সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট’ নামে এগিয়ে চলেছে ভারতের নতুন পার্লামেন্ট কমপ্লেক্সের নির্মাণ কাজ। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে পার্লামেন্টের মূল ভবন। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের।
তবে এরই মধ্যে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। রাষ্ট্রপতির পরিবর্তে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক এ স্থাপনার উদ্বোধন করবেন তা নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা।
কেবল উদ্বোধন কে করবেন তা নিয়ে নয়, বিতর্ক শুরু হয়েছে উদ্বোধনের তারিখ নিয়েও। উদ্বোধনের তারিখ হিসেবে ২৮ মে বেছে নেয়াকে নিয়েও শুরু হয়েছে বিতর্ক। কারণ, দিনটি বিজেপির অন্যতম আদর্শিক নেতা বিনায়ক দামোদর সাভারকারের জন্মদিন।
নরেন্দ্র মোদির পার্লামেন্ট ভবন উদ্বোধনের সিদ্ধান্তকে গণতন্ত্রবিরোধী উল্লেখ করে একে পার্লামেন্টের প্রতি সরাসরি অপমান বলে অভিহিত করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। একইসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাতে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনের দাবিও জানিয়েছে দলটি।
এদিকে, কেবল ভোট পাওয়ার স্বার্থে একজন আদিবাসী নারীকে রাষ্ট্রপতির আসনে বসিয়েও তাকে কাজ করার সুযোগ দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। রাষ্ট্রপতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো দেশটির আদিবাসী, দলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি অপমান বলেও মত তাদের।
তবে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন নিয়ে বিরোধীদের বিতর্ককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিজেপি সরকারের বিশাল অর্জনকে খাটো করার প্রয়াস বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন বিজেপি।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে পার্লামেন্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। এসবের মধ্য দিয়ে বিজেপি সরকার ভারতের রাষ্ট্রপতির পদকে কেবলমাত্র প্রতীক সর্বস্ব করে ফেলেছে বলেও অভিযোগ বিরোধীদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.