নতুন ছবির শুটিংয়ে সালমান খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া

 

বিটিসি নিউজ ডেস্ক : কোরীয় একটি ছবির চিত্রনাট্যের অনুসরণে তৈরি হতে যাচ্ছে আলী আব্বাস জাফরের এই ম্যাগনাম ওপাসটি। যার নাম রাখা হয়েছে ‘ভারত’। বলিউড সুপারস্টার সালমান খান শুরু করেছেন তাঁর নতুন ছবির কাজ। গতকাল সোমবার একটি দৃশ্য শুটিংয়ের মাধ্যমে ছবিটি নির্মাণ শুরু হয়।

এই ছবিতে সালমান খানের বিপরীতে আছেন বলিউডের আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়া। ‘ভারত’-পরিবারে যোগদান প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ভালো লাগছে এই প্রজেক্টটির সাথে কাজ করব ভেবে। বিশেষ করে আলভিরা ও অতুলের সাথে (সালমান খানের বোন ও ভগ্নিপতি, ছবিটির প্রযোজক) কাজ করতে পারব ভেবে ভালো লাগছে। এটা খুব ভালো একটা ছবি হতে যাচ্ছে কেননা এটি একটি দারুণ টিম।

উল্লেখ্য, ২০১৪ সালে কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। এই ধরনের ছবিকে নির্মাণকে ‘অফিসিয়াল অ্যাডাপটেশন’ বলা হয়। পরিচালক আলী আব্বাস জাফর ছবিটির প্রথম দৃশ্য চিত্রায়নের একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, শুরু হলো ভারত। একজন মানুষ ও একটি দেশের একসঙ্গে যাত্রার গল্প।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.